গাড়ি ভাঙচুরের ঘটনায় কুবি শিক্ষার্থী বহিষ্কার

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ০৯:৫৭ পিএম


গাড়ি ভাঙচুরের ঘটনায় কুবি শিক্ষার্থী বহিষ্কার
ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনায় এক কুবি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উপাচার্যের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন এটি এম বুথের সামনে ৭১ টিভি এর গাড়ি ভাঙচুরের সঙ্গে লোক প্রশাসন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মো. নূর উদ্দীন হোসাইন সন্দেহাতীতভাবে জড়িত থাকার বিষয়ে প্রক্টরিয়াল বড়ির প্রাথমিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায় মো. নূর উদ্দীন হোসাইনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হল।

বিজ্ঞাপন

এ ছাড়াও ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী সাক্ষরিত আরেকটি অফিস আদেশে অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্য-সচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে অন্য সদস্যরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্ৰ নন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক  ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। তবে কমিটিকে দ্রুত রিপোর্ট প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission